প্রকাশিত: Fri, Dec 29, 2023 8:10 PM
আপডেট: Tue, Jul 1, 2025 10:28 PM

[১]গজারিয়ায় প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ২দিনের প্রশিক্ষণ


নেয়ামুল হক নয়ন, গজারিয়া: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। 

[৩] শুক্রবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। গজারিয়া সরকারি কলেজে দিনব্যাপী চলে এ প্রশিক্ষণ। এ সময় নির্বাচনী আচরণবিধি ভোটকেন্দ্রের পরিবেশ রক্ষা ও গ্রহণকারী কর্মকর্তাদের করণীয় সম্পর্কে জানানো হয়। প্রশিক্ষণে ভোট গ্রহণের ডামি প্রক্রিয়া দেখিয়ে দেওয়া হয়।

[৪] গজারিয়া উপজেলার ৫২ টি কেন্দ্রের ৩০২টি  ভোট কক্ষের ৬০৪  জন পোলিং অফিসার, ৩০২ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৫২ জন প্রিজাইডিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হয়।

[৫] এ সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু জাফর রিপন, আসলাম খান পুলিশ সুপার মুন্সিগঞ্জ, মাসুদুল আলম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বশির আহমেদ জেলা নির্বাচন অফিসার, গজারিয়া উপজেলার রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে ও সহকারি রিটার্নিং কর্মকর্ত- গজারিয়া নির্বাচন অফিসার লিটন মিয়া সহ নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।